Header Ad

 গরুটির দাম দেড় লাখ টাকা ছিল, তারপরও কেউ কিনতে পারেনি।




২০০১ সালে
ঢাকার নয়াবাজার কুরবানির পশুর হাটে এই গরুটির দাম হাঁকানো হয় দেড় লাখ টাকা।
এতো দামে এই গরু কেউ কিনতে পারেনি। 

২০১৯ সালে মাত্র মাত্র ১৮ বছরে
২০ লাখ টাকা দামের গরুও কুরবানী হয়েছে।

তাহলে কি মানুষ এই ১৮ বছরে ব্যাপক স্বাবলম্বী হয়েছে? ব্যাপক উন্নতি করেছে? 

আমি বলবো না।

এই ১৮ বছরে কিছু মানুষ বিবেক ও সততা কে বিসর্জন দিয়েছে,
শিক্ষতদের মধ্যে বেশি অংশ প্রতারণা করছে,
রাজনীতি দুর্নীতিবাজদের হাতে চলে গিয়েছে,
শিক্ষক সমাজ শিক্ষার নামে ব্যাবসায় নেমেছে,
অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রবণতা বেড়ে গিয়েছে।

১৮ বছর আগে মানুষ সৎ ছিল,
তাই দেড় লাখ টাকা দামের গরু কুরবানী দিতে পারেনি।
আর এখন ৩০ লাখ টাকা দামের গরু লোক দেখানো জবাই দিচ্ছে কিন্তু কুরবানী হচ্ছে না।


#সত্যতা অবলম্বনে -
Tor Kii..? Bolg

Thanks For Reading.. ❤️🥀

Post a Comment

Previous Post Next Post